‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগের জীবন সম্পদ রক্ষা করি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার হাটহাজরী ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী ওই কর্মসূচির উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।
সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহ্জাহানের সভাপতিত্বে ও স্টেশন লিডার সাদেক হাসানের সঞ্চলনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স এর সাবেক উপপরিচালক মো. সোলায়মান চৌধুরী এবং হাটহাজারী মডের থানার কর্মকর্তা ইনচার্জ মো. রফিকুল ইসলাম। হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সমাজকর্মী গোবিন্দ প্রসাদ মহাজন। এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেন, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, পৌরসভা সহায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী আজম, মোহাম্মদ জাফর ও শাহেদুল হক খোকন প্রমুখ।