মেহেরপুরের গাংনীতে রাকিবুল ইসলাম (২২) নামের এক যুবক মটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১১ টায় উপজেলার হিন্দা গ্রামের এ ঘটনা ঘটে। রাকিবুল ইসলাম হিন্দা গ্রামের আবদুল বারীর ছেলে। এ ঘটনায় প্রবাসী বয়েন উদ্দীনের ছেলে মটরসাইকেল মালিক জনি আহত হয়েছে।
স্থানীয়রা জানায়,রাকিবুল ইসলাম মটরসাইকেল চালিয়ে জানিকে সাথে নিয়ে হিন্দা পশ্চিমপাড়া থেকে কবরস্থানের পার্শ দিয়ে পূর্বপাড়ার নিজ বাড়িতে আসার পথে কবরস্থানের সীমানা প্রচীরের সাথে ধাক্কা লেগে তারা দুজন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কতর্বব্যরত চিকিৎসক রাকিবুল ইসলামকে মৃত ঘোষনা করেন। এ ছাড়া আহতবস্থায় জনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো: জাকির হোসেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বজলুর রহমান জানান,মটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু’র ঘটনায় একটি অপমৃত্যু’র মামলা দায়ের পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।