করোনার বিরুদ্ধে বিশ্বযুদ্ধ এখনো শেষ হয়নি। প্রতিষেধক আবিষ্কার হবার পর ক্রমেই এর আগ্রবসী রূপ কমে এলেও এ পর্যন্ত প্রায় অর্ধ কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। আপনজন হারাবার ব্যথায় অনেক পরিবারই ভাবাক্রান্ত। অর্থনৈতিক বিকলংগতার শিকার। গোটা বিশে^ই দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা। দীর্ঘ লক ডাউনে অনেকে কাজ হারিয়েছেন। বেকারত্বের নির্মম থাবায় সবাই হতাশাগ্রস্ত। বেঁচে থাকার যুদ্ধে নিরলস সংগ্রামে ব্যস্ত। এর মধ্যে ব্যাপকহারে প্রতিশোধক টিকা নিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলা পরামর্শ সরকারের। উন্নয়নের জেয়ারে ভাসা বাংলাদেশ সরকারও জনগণকে বিনে পয়সায় টিকা দিচ্ছে। প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশু-কিশোর (১২-১৭ বছর বয়সী) দেরও টিকার আওতায় আনা হচ্ছে। সব শিশু টিকা পাবে, স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে স্লোগান নিয়ে ১ নভেম্বর থেকে স্কুল-কলেজের শিশু কিশোরদের টিকা দেয়া শুরু হয়েছে। অবশ্য এর আগে ১৪ অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলক ভাবে ১২০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হয়। টিকা দেওয়ার পর শিক্ষার্থীদের মাঝে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না হওয়ায় সরকার সারা দেশের শিশু-কিশোর শিক্ষার্থীদের টিকা দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। যদিও করোনার প্রকোপ ক্রমান্বয়ে কমে আসছে। সবাইকে সুরক্ষিত করতে সরকার দেশের সিংহভাগ মানুষকে টিকার আওতায় আনতে চায়।
চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক উন্নতি অগ্রগতি হলেও নতুন নতুন রোগের কারণে বিশেষজ্ঞরা চিন্তিত। করোনা নিয়ে সবাই উৎকণ্ঠিত হলেও খুব দ্রুততম সময়ে এর প্রতিশোধক আবিষ্কার করা সম্ভব হয়েছে। করেনা উৎপত্তি সম্পর্কে নানা তর্ক-বিতর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য গত আগস্টে তৈরি করা এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, উহানের গবেষণাগার থেকে করোনা ছড়ানো হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এমন অভিযোগ করলেও বেইজিং সব সময় এ অভিযোগ অস্বীকার করে আসছে। আর এ অভিযোগ তদন্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল উহান ঘুরে অভিযোগের সত্যতা পায়নি।
২০১৯ সালের শেষে দিকে চীনের উহানে মানুষের শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। পরে প্রাণঘাতী এ ভাইরাস চীন ছাড়িয়ে পুরো বিশে^ ছড়িয়ে পড়ে। গত ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা করোনা সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য মানুষের শরীরে করোনা ছড়ানো হয়েছে, এমন ধারনার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। জীবজন্তুর শরীর থেকে মানুষের মধ্যে করোনা ছড়িয়েছে না চীনের গবেষণাগারে তৈরির পর তা ছড়িয়ে দেওয়া হয়েছে- সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য কখনোই জানা যাবে না। তবে করোনা থেকে বাঁচতে প্রতিশোধক নিয়ে নিজেকে রক্ষা করতে হবে। জীবন বাঁচাতে জীবন সাজাতে। তাই বাংলাদেশে শিশু-কিশোরদের করোনা প্রতিশোধক দেয়ার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।