কিশোরগঞ্জে জেলহত্যা দিবস পালিত হয়েছে। জেলহত্যা দিবস উপলক্ষে বুধবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া,কিশোরগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি মোঃ আবদুল আজিজ, সদরের ভাইস চেয়ারম্যান আঃ সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন।
অপরদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের পরিচালক ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও যশোদলে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্ম ভিটা বীরদামপাড়া সাহেব বাড়িতে যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস ও ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শফিকুল হক (বাবুল হাজী) এর সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।