চট্টগ্রামের হাটহাজারীতে আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে
মনোনয়ন পত্র জমাদানের গত মঙ্গলবার শেষ তারিখ ছিল মনোনয়ন পত্র
জমাদানের শেষ দিনে উপজেলার আওতাধীন ১৩ টি ইউপি নির্বাচনে আ.লীগের দলীয়
মনোনয়ন পত্র জমাদানকারী ছাড়া ও মোট ৪৪ জন স্বতন্ত্র প্রার্থী
চেয়ারম্যানপদে মনোনয়ন পত্র রিটার্নি অফিসারের বরাবরে দাখিল করেছেন।
তাছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১ শ ৩ জন প্রার্থী ও সাধারণ সদস্য পদে ৫শ
১৮ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলার আওতাধীন
৪ নং গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান
আওয়ামীলীগের একক দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাদবাকী
১২টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ছাড়া ও একাধীক
প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে সব
চেয়ে বেশি মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১২ নং চিকনদন্ডী ইউপিতে। এখানে ৯ জন
প্রার্থী চেয়ারম্যানপদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ ইউপিতে ২ জন বিএনপি
সমর্থিত প্রার্থী ছাড়া ও আ.লীগের দলীয় প্রার্থী বাদে ৬ জন আ,লীগ সমর্থিত
প্রার্থী স্বতন্ত্র হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১১ নং ফতেপুর ইউপিতে
২য় সর্বোচ্চ ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এরমধ্যে ১ জন আ.লীগের দলীয় প্রার্থী, ১ জন চরমনাইপীর সমর্থিত ইসলামী
আন্দোলনের, বাকী ৬ জন আ,লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যানপদে
মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে কোন কোন ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি
,ইসলাম ফ্রন্ট,জাতীয় পার্টি,চরমোনাই পীর সমর্থিত ইসলামি আন্দোলনের
প্রার্থী মনোয়ন পত্র জমা দিয়েছেন।
হাটহাজারী উপজেলা রিটানিং কর্মকর্তা যথাক্রমে নির্বাচন কর্মকর্তা ,কৃষি অফিসার
, প্রাণী সম্পদ অফিসার, সমাজ সেবা কর্মকর্তা ,যুবউন্নয়ন কর্মকর্তা এর দপ্তর
সূত্রে জানা যায়, উপজেলার আওতাধীন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ১৩ টি
ইউপি নির্বাচনে প্রত্যক ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের একক
প্রার্থী ছাড়া ও মোট ৪৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র স্বস্ব ইউপির
দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসারের নিকট নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল
করেছেন। ২ নং ধলই ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন। যথাক্রমে আবুল
মনসুর,শাহানেওয়াজ হোসেন চৌধুরী (নৌকা),মো, হারুন অর রশিদ,জানে আলম
চৌধুরী,মো, আলমগীর। সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন।
৩ নং মির্জাপুর ইউপিতে চেয়ারম্যান পদে এনাম উদ্দিন তালুকদার,রহিম উদ্দিন
চৌধুরী,আকতার হোসেন খাঁন (নৌকা),এইচ এম আলী আকবর,গাজী মো, আলী হাসান,মো,
ওসমান গণি (হাতপাখা)ও আবুল কালাম আজাদ (নাঙ্গল)। এ ইউনিয়নে সংরক্ষিত ১৩জন
ও সাধারণ সদস্য পদে ৫২। ৪ নং গুমানমর্দ্দন ইউপিতে বর্তমান চেয়ারম্যান
মুজিবুর রহমান আওয়ামী লীগ দলীয় একক প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা
দিয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়ন পত্র জমা দেননি।
সংরক্ষিত মহিলা আসনে ৬ জন ও সাধারণ সদস্য ৩৩ জন। ৫ নং নাঙ্গলমোড়া ইউপিতে
চেয়ারম্যান পদে ৩ জন যথাক্রমে হুমায়ন কবির (নৌকা),হারুনুর রশিদ ও সিরাজুল
হক স্বতন্ত্র (বর্তমান চেয়ারম্যান)। সংরক্ষিত মহিলা আসনে .. .৫ জন ও
সাধারণ সদস্য পদে ২৬ জন। ৬ নং ছিপাতলী ইউপিতে চেয়ারম্যান পদে ২ জন
যথাক্রমে নুরুল আবেদিন (নৌকা) ও বর্তমান চেয়ারম্যান নুরুল আহসান লাভু
স্বতন্ত্র। সংরক্ষিত মহিলা আসনে ৭জন সাধারণ সদস্য ৩৫। ৮ নং মেখল ইউপিতে
চেয়ারম্যান পদে ২ জন সালাউদ্দীন চৌধুরী (নৌকা) ও কাজী মোহাম্মদ নাছির
উদ্দিন ( হাতপাখা)। সংরক্ষিত মহিলা আসনে ৯জন ও সাধারণ সদস্য ৪১ জন। ৯ নং
গড়দুয়ারা চেয়ারম্যান পদে ৫ জন মো, এনামুল, মোছা: কুলসুমা,সেকান্দর ইসলাম,
মো: সরোয়ার মোরশেদ তালুকদার(নৌকা),আবদুল মুবিদ। সংরক্ষিত মহিলা আসনে ৮ জন
সাধারণ সদস্য ২৮। ১০ নং উত্তর মাদার্শা চেয়ারম্যান পদে রফিকুল
কাদের,জাকের হোসেন,মো, সাহেদুল আলম (নৌকা),কাজী মো, মহসিন,মো, ওমর ফারুক।
সংরক্ষিত মহিলা আসনে ৭ জন ও সাধারণ সদস্য ৫০। ১১ নং ফতেপুর চেয়ারম্যান
পদে ৮ জন মো, সরওয়ার হোসেন, মো: জাকের হোসেন,মো:সেকান্দর মিয়া (
মোমবাতি),মো:ইকবাল বাপ্পি, এ মো: জয়নুল আবেদীন ( নৌকা), অ্যাডভোকেট মোহাম্মদ
শামীম ( বর্তমান চেয়ারম্যান) ও মো, তাসলিম উদ্দিন হায়দার। সংরক্ষিত মহিলা
আসনে ৭ জন সাধারণ সদস্য ৫০। ১২ নং চিকনদন্ডী চেয়ারম্যান পদে ৯ জন জহুরুল
আলম,আহম্মদ নুর,হাসান জামান বাচ্চু (নৌকা),কাজী মো,আলমগীর,সৈয়দ মো,
আসাদুর জামান সোহেল,মোহাম্মদ বদরুদোজা চৌধুরী,মো, আবদুল জব্বার, মো শাহা
আলম ( সাবেক চেয়ারম্যান),মো, জাবেদ। সংরক্ষিত মহিলা আসনে ৯জন সাধারণ
সদস্য পদে ৪৭ জন। ১৩ নং দক্ষিণ মাদার্শা চেয়ারম্যান পদে ৪ জন আবদুল
মজিদ( বর্তমান চেয়ারম্যান) মো, সরোয়ার (নৌকা), মো, আকতার ও মো, আবুল
হোসেন। সংরক্ষিত মহিলা আসনে ৭ জন ও সাধারণ সদস্য ৩৯ জন। ১৪ নং শিকারপুর
ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন আবু বক্কর সিদ্দিকী (নৌকা),আকবর আলী
ও আবদুল খালেক।সংরক্ষিত মহিলা আসনে ১,২,ও ৩ হোসনে আরা বেগমএকক প্রার্থী,
৪,৫, ও ৬ দুই জন ৭,৮,ও৯ একক প্রার্থী কহিনুর আকতার। সাধারণ সদস্য ৩৩
জন।১৫ নং বুড়িশ্চর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন বেলাল উদ্দিন (নৌকা),মো,
রফিক(বর্তমান চেয়ারম্যান),মো, জাহেদ হোসেন ওমো, জসিম উদ্দিন। সংরক্ষিত
মহিলা আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন।