রংপুরের পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় প্রার্থীরা ঘরের শত্রু বিভিষণ এর কারণে বেকায়দায় পড়েছেন। অনেকে মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে মেয়াদ উত্তীর্ণসহ অন্যান্য কারণে ৫ ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। যে ১০ ইউনিয়নে নির্বাচন হচ্ছে সেগুলো হচ্ছে-চৈত্রকোল,ভেন্ডাবাড়ি,বড়দরগাহ.কুমেদপুর,মদনখালী,টুকুরিয়া,সানেরহাট,পাচগাছি,চতরা ও কাবিলপুর। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর গলার কাঁটা হয়েছে চেয়ারম্যান পদের বিদ্রোহী প্রার্থীরা। ইউপি নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী মানেই অভ্যন্তরীন কোন্দলকে ঘিরে নিজেদের মধ্যে বিভক্তি আর অন্তর্কলহের আশংঙ্কা। ক্ষমতাশীন দল আওয়ামী লীগ প্রার্থীতা চুড়ান্ত করলেও বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অনেক ইউনিয়নে দলীয় প্রার্থীর চাইতে বিদ্রোহী প্রার্থীর প্রভাব আর জনপ্রিয়তা অনেক বেশি। চৈত্রকোল ইউনিয়নে আ.লীগের প্রার্থী আরিফুজ্জামান শাহ(নৌকা)’র এর সাথে আরিফুর রহমান আরিফ(আনারস) এর তুমুল প্রতিদ্বন্দ্বীতা হবে। ভেন্ডাবাড়ি ইউনিয়নে কোন শক্ত প্রার্থী না থাকায় দলীয় প্রার্থী সাদেকুল ইসলাম(নৌকা)’র রমরমা অবস্থা। বড়দরগাহ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল হক (নৌকা) এর চাইতে বিদ্রোহী প্রার্থী মাফিয়া আকতার শীলা(আনারস) এর জনপ্রিয়তা অনেক বেশি। এলাকায় জরিপ চালিয়ে দেখা গেছে এখনও দুই তৃতীয়াংশ ভোট বেশি রয়েছে শীলার। কুমেদপুর ইউনিয়নে আমিনুল ইসলাম(নৌকা)’র সাথে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন লাল এর হাড্ডাহাড্ডি অবস্থা। মদনখালী ইউনিয়নেও সামছুল আলম(নৌকা)’র চাইতে বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ মঞ্জু(চশমা)’র অবস্থা অনেক ভাল। টুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহিন দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ায় উপজেলা কৃষকলীগের সম্মেলন কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন বলে জানা গেছে। মিজানুর রহমান শাহীন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান দলীয় প্রার্থী আতাউর রহমান মন্ডল(নৌকা)’র সাথে। দু’জনের অবস্থা পাশাপাশি। সানেরহাট ইউনিয়নে দলীয় প্রার্থী মেসবাহুর রহমান(নৌকা)’র অবস্থা কিছুটা ভাল হলেও পাঁচগাছি ইউনিয়নের সবখানেই এলোমেলো। পাচগাছিতে দলীয় প্রার্থী মোঃ বাবলু মিয়া(নৌকা)’র সাথে বিদ্রোহী প্রার্থী বাবলু মন্ডল(আনারস) এর মুল প্রতিদ্বন্দ্বীতা হবে। চতরা ইউনিয়নে দলীয় প্রার্থী এনামুল হক শাহীন(নৌকা)’র সাথে মিজানুর রহমান রাজু(ঘোড়া) এর সাথে যদিও হাড্ডাহাড্ডি লড়াই চলছে,কাবিলপুর ইউনিয়নে নৌকার প্রার্থী রবিউল ইসলাম রবি(নৌকা)’র সহোদর আবদুর রব সালেক(আনারস),জ্যাঠাত ভাই সরওয়ার হোসেন(কাস্তে)প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকলেও বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম রবি’র ব্যক্তিগত আচরণ আর কিছু সামাজিক কর্মকা- তাঁকে জনপিয়তার শীর্ষে পৌছে দিয়েছে। এজন্য খুব একটা ভাল করতে পারছেন না তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে,প্রায় সবগুলো ইউনিয়নেই মনোনয়ন বঞ্চিতরা জোটবদ্ধ হয়ে বিদ্রোহী প্রার্থীকে গোপনে সহযোগিতা করছেন। অথচ প্রকাশ্যে মিছিল মিটিং এ দলীয় প্রার্থীর হয়ে কাজ করছেন। পাড়া মহল্লাহগুলোতে গিয়ে যায় ইউপি নির্বাচনের বিধিমালাকে কোন প্রার্থীই তোয়াক্কা করছেন না। এমন অভিযোগ আছে নির্বাচনের প্রত্যেকটি পদের প্রার্থীদের বিরুদ্ধে। বিষয়টি জানার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হকের কাছে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। এমন অবস্থা থেকে উত্তোরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি অত্যন্ত জরুরী বলে মনে করছেন এলাকাবাসী। দ্বিতীয় ধাপের নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১নভেম্বর অনুষ্ঠিত হবে।