জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ এর সমাধিস্থল জিয়ারত ও পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রংপুর সফর শুরু করলেন নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এমপি।
জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে প্রথমে বুধবার বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ এর সমাধিস্থল জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গেলাম মোহাম্মদ কাদের এমপির সহধর্মীনি নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এমপি।
এ সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ সমাধিস্থল জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির ভাইস চোরম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক আলহাজ¦ আবদুর রাজ্জাক, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামসুল হক, কেন্দ্রীয় সদস্য ও মহানগর যূগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম ও সাংগঠনিক জাহেদুল ইসলাম, কাজী রবি, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফারুক মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, ছাত্র নেতা আরিফুল ইসলাম, বদরগঞ্জ উপজেলা জাপা নেতা এ্যাড. মোকাম্মেল হক চৌধুরী, জাতীয় মহিলা পার্টির নেত্রী জেসমিন বেগম ও জাতীয় সাংস্কৃতিক পার্টি রংপুর মহানগর সম্পাদক লিজা, সহ জাতীয় পার্টি রংপুর মহানগর ও জেলা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।