র্যাব-১৩ রংপুর ও সিপিসি-১ দিনাজপুরের যৌথ অভিযানে ১৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন। বুধবার দুপুরে রংপুর সদর দপ্তরের সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকালে রংপুর র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ও ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কাহারোল থানাধীন ৫নং সুন্দরপুর ইউনিয়নের ১০ মাইল বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যাক্তি হলেন কুমিল্লা জেলা রুহুল আমিন @মাসুদ @ মামুন (৩৬)কে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কাহারোল থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।