পঞ্চগড়ের বোদায় ঝলইশালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন এর উদোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষা বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে ঝলইশালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের হলরুমে ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন মোঃ ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, পঞ্চগড় আরডিআরএস বাংলাদেশ এর সামাজিক উন্নয়ন কর্মকর্তা সুবর্না চৌধুরী, ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মকলেছার রহমান, ফেডারেশনের সকল সদস্যবৃন্দরা সহ উপকার ভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি ৩০ জন উপকারভোগী শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষা বৃত্তির ২য় পযার্য়ের প্রত্যেকের মাঝে তিন হাজার টাকা করে বিতরণ করেন।