আগামী ২৮ নভেম্বর কুলিয়ারচর ৫টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, গত ২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিল হয়েছে। এরইমধ্যে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৯জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৭০জন ও সাধারণ সদস্য ২০৪ জন সহ মোট প্রার্থী ৩১৩ জন। কুলিয়ারচর নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, সুষ্ট ও সুন্দর পরিবেশে ২ নভেম্বর কুলিয়ারচরে মনোয়ন দাখিল শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার এইসব মনোনয়ন দাখিল বাছাই করা হবে বলে উল্লেখ করেন।