কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকী রয়েছে। এরইমধ্যে ১০নং গাজিরচর ইউনিয়নের দ্বিতীয়বারের নৌকার মাঝির চেয়ারম্যান মোঃ জুয়েল মিয়া বুধবার সকাল ১১টায় ঘাগটিয়া প্রয়াত চেয়ারম্যান মোঃ ইউসুফ মিয়ার বাড়ীর সামনে পথসভা করেন। পথসভায় তার প্রতিদন্দী প্রার্থী ও গাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আক্কাছ মিয়া মটরসাইকেল প্রতিক চেয়ারম্যান পদ থেকে সরে দাড়ালেন। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান জুয়েল মিয়াকে সমর্থন দিয়ে কাধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে এলাকাবাসীদের নিকট অঙ্গীকার ব্যাক্ত করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। আরো উপস্থিত ছিলেন, বাজিতপুর বাজারের চেম্বার অব কমর্সের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, বাজিতপুর সরকারী কলেজের সাবেক ভিপি মোঃ ইসমাইল মিয়া সহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।