নিকলী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পছন্দের প্রার্থী জন দরদী আলম মেম্বার কে নিয়ে নির্বাচনের আলাপ আলোচনা বিচার বিশ্লেষনে এলাকার হাট- বাজার, চায়ের দোকান সর্বত্রই ভোটারদের ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। যোগ্য নেতৃত্ব নির্বাচনে ইউনিয়ন বাসীর আশা আকাক্সক্ষা ও সফলতার প্রতিফলন ঘটবে এমনটাই প্রত্যাশা ইউনিয়নের নানা শ্রেণি পেশার সাধারণ মানুষ ও এলাকাবাসী। চেয়ারম্যান পদপ্রার্থীর ক্ষেত্রে সুযোগ্যতা আলম মেম্বার এক দৃষ্টান্ত উদাহরণ সৃষ্টি করেছেন এলাকায়, ও জনসমর্থনে শীর্ষ স্থানে উত্তম হিসাবে সম্পূর্ণ সমাজসেবক গরিবের বন্ধু আলম মেম্বার কে চেয়ারম্যান হিসাবে পেতে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বলে জানা যায়। সরেজমিনে ঘু্রে এলাকার সাধারন জনতার সাথে কথা বলে জানা যায় যে,অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে ব্যক্তিত্বসম্পন্ন, নিকলী ৫নং জারইতলা ইউনিয়নে আলম মেম্বার এলাকার ধর্মীয় শিক্ষাদান, জনকল্যাণ মূলক বিভিন্ন প্রতিষ্ঠানের তার ব্যাপক অবদানে নানা মহলে প্রশংসীত।। এদিকে গত মঙ্গলবার রাতে ৯ টায় নিকলী ৫ নং জারইতলা ইউনিয়নের কামালপুর গ্রামে ২ নং ওর্য়াডে সাবেক আ: হামিদ চেয়ারম্যানের সাহেবের সভাপতিত্বে ও ইসলাম উদ্দিনের সঞ্চালনায় এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত: উঠান বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন,রেকমত আলী,, আল ইসলাম,তুল কাশেম,ইয়াকুব আলী, আসকর আলী,জলিল মিয়া,নূরুল ইলাম, আসাদ মিয়া,রুবেল মিয়া, আলহাছ মিয়া, আরো উপস্থিত ছিলেন, ও এলাকার গন্যমান্য সাংবাদিক বৃন্দরা।