চট্টগ্রামের হাটহাজারীতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউ পি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রত্যেকে দলীয় মনোনয়ন চেয়েছিল। তাঁরা প্রত্যেকে মনোনয়ন চাইলে ও দলীয় মনোনয়ন বোর্ড থেকে মাত্র মনোনয়ন পেয়েছে মাত্র র৫ জন। বিগত ৩ মার্চ ২০১৬ খৃষ্টাব্দ এই উপজেলায় ১৫ টি ইউ পি নির্বাচনে দলের তৃনমুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগ নিজ দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই করে দলীয় মনোনয়ন দিয়েছিল। ১৫ ইউ নির্বাচনে ২ টি ইউ পি বাদে বাকি ১৩ টি আ' লীগ দলীয় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। অন্য দুই ইউ পিতে আওয়ামী লীগের ভিন্ন মতাদর্শী চেয়ারম্যান নির্বচিত হয়েছিল। এই দুই প্রার্থীও কিন্তু তাদের নিজ দলের বিদ্রুহী প্রার্থী হিসাবে তখন বিজয়ী হয়েছিল। এবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তৃনমুল ভোট বাদ দিয়ে ইউনিয়ন থেকে উপজেলায়, উপজেলা থেকে নিজ নিজ জেলায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের নিকট প্রেরন করেন। এই তালিকা থেকে বাচাই করে দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থী মনোনয়ন প্রদান করেন বলে সংশ্লিষ্ট দায়িত্ব নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, হাটহাজারী উপজেলার আওতাধীন একটি পৌরসভা রয়েছে। ১৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এই ১৪টি ইউ পিতে একটির মামলা / নির্বাচনের মেয়াদ পূর্ণ না হওয়ায় ১ নং ফরহাদাবাদ ইউ পিতে নির্বাচন হচ্ছে না। বাদবাকি ১৩টি ইউ পিতে নির্বাচন কমিশন ৩য় দফে আগামী ২৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর আ'লীগ দলীয় প্রার্থী মনোনয়ন চুরান্ত করার সিদ্ধান্ত গ্রহন করেন। তাই দলের মনোনয়নের জন্য ১৩ টি ইউ পিতে দলীয় মনোনয়ন প্রত্যশায় ক্ষমতাসীন প্রত্যেক চেয়ারম্যান দলের সিদ্ধান্ত মোতাবেক অবেদন করেন। দলীয় প্রার্থীদের আবেদন পেয়ে, দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ক্ষমতাসীন চেয়ারম্যানদের মধ্য থেকে মাত্র ৫ জনকে মনোনয়ন প্রদান করেন। মনোনয়ন প্রাপ্তদের মধ্যে উপজেলার আওতাধীন ৪ নং গুমানমর্দ্দন ইউ পিতে ক্ষমতাসীন চেয়ারম্যান মুজিবুর রহমান এই ইউনিয়নে একক প্রার্থী হিসাবে একপ্রকার বীনা প্রতিদ্বন্দ্ধীয় বিজয়ী বলে ঘোষণার প্রতীক্ষায়। দলীয় মনোনয়ন না পেলেও প্রত্যেক ইউনিয়নে ক্ষমতাসীন চেয়ারম্যানগন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজ নিজ ইউনিয়নে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এমনকি আওয়ামী আদর্শের বাইরে বিগত ইউ পি নির্বাচনে ৬ নং ছিপাতলী ও ১৫ নং বুড়িশ্চর ইউ পিতে নিজ দলের বিদ্রোহী হয়ে যেই দুই জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল তাঁরা ও এবার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্তরা নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন। এর বাইরে যারা দলীয় মনোনয়ন চেয়েছিল, ক্ষমতাসীন চেয়ারম্যানগন যারা দলীয় মনোনয়ন পায়নি তাদের মধ্যে প্রত্যেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শেষ তারিখ গত মঙ্গলবার। ২ নং ধলই ইউনিয়নে ক্ষমতাসীন চেয়ারম্যানকে প্রথমে মনোনয়ন বোর্ড মনোনয়ন দিলে ও পরে মনোনয়নে নাটকীয় পরিবর্তন হয়েছে। তাকে বাদ দিয়ে শাহ নেওয়াজ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত না মেনে নির্বাচন করার জন্য কেউ চিন্তা করে থাকলে তাদের দলীয় মনোনয়ন চাওয়া যুক্তিযুক্ত হয়নি। এই ঘটনা দলের শৃঙ্খলা বিরোধী বলে তিনি উল্লেখ করেন।