পঞ্চগড়ের বোদা প্রেসক্লাবের উপদেষ্টা ও পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোজাম্মেল হক আর নেই। তিনি মঙ্গলবার দিবাগত রাতে বাধ্যক্ষজণিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়ি কুড়ালীপাড়া গ্রামের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি সহ বোদা প্রেসক্লাব ও বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক সহ উপজেলার কমরর্ত সাংবাদিকবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
বোদায় ২২ হাজার টাকার জাল নোট সহ এক তরুণী আটক
এফএনএস (লিহাজ উদ্দিন মানিক; বোদা, পঞ্চগড়) :
পঞ্চগড়ের বোদায় ২২ হাজার টাকার জাল নোট সহ আফরোজা আক্তার রুমা (২৩) নামে এক তরুণীকে আটক করেছে বোদা থানা পুলিশ। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বোদা বাসষ্ট্যান্ড সংলগ্ন বোদা কেন্দ্রীয় শহীদ মিনার হতে ঐ তরুণীকে নগদ ১ হাজার টাকার ২২টি জাল নোট সহ আটক করা হয়। এ সময় ঐ নারীর সাথে থাকা তার ৪ সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঐ তরুণীর বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়বাগ (উত্তরপাড়া) গ্রামে। সে ঐ গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। এ ঘটনায় বোদা থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঐ তরুণী সহ তার ৪ সহযোগীকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করেন। পরে তাকে ঐ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী এলাকার আনোয়ার হোসেন (২৫), একই ইউনিয়নের ময়দানদিঘী জম্বুরাপাড়া এলাকার সাদ্দাম হোসেন (২৮), মাড়েয়া বামনহাট ইউনিয়নের বামনহাট এলাকার মানিক (৩১) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আমিরাবাগ এলাকার খলিলুর রহমান ওরফে কামাল ওরফে মামুন।