পঞ্চগড়ের বোদা প্রেসক্লাবের উপদেষ্টা ও পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোজাম্মেল হক আর নেই। তিনি মঙ্গলবার দিবাগত রাতে বাধ্যক্ষজণিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়ি কুড়ালীপাড়া গ্রামের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি সহ বোদা প্রেসক্লাব ও বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক সহ উপজেলার কমরর্ত সাংবাদিকবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।