রংপুরের পীরগঞ্জ উপজেলার এক প্রার্থী প্রায় প্রতিদিনই পাওনাদারদের হাতে হেনেস্তা হচ্ছেন। গত সোমবার রাতে ভোট চাইতে গিয়ে তাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এলাকাবাসী জানান, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসীন্দা মোঃ বাবলু মন্ডল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। বিগত দিনে তিনি বেশ কয়েক জনের কাছে চাকরী দেয়ার নামে বিপুল অর্থ হাতিয়ে নেন। দীর্ঘদিনেও চাকরী না হওয়ায় তারা বর্তমানে বাবলু মন্ডলের কাছে টাকা ফেরত চাইলে তিনি নানা টালবাহানায় কাল ক্ষেপন করেন। মওকা বুঝে তারা ওই প্রার্থীর উপর চেপে বসেছেন। গত সোমবার রাতে এনায়েতপুর গ্রামে বাজারের পার্শ্বে ভোট চাইতে গেলে সেখানে পাওনাদাররা জোটবদ্ধ হয়ে ওই প্রার্থীকে তাদের টাকা ফেরতের জন্য অবরুদ্ধ করেন। অবস্থা বেগতিক দেখে অচিরেই টাকা ফেরত দেয়ার প্রতিশ্রতি দিয়ে সটকে পড়েন। অভিযোগ রয়েছে,প্রতিরক্ষা দপ্তরে চাকরী দেয়ার নামে এনায়েতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রোজোয়ানের কাছে ১ লাখ ৮০ হাজার টাকা একই গ্রামের আবদুল কাদের এর ছেলে কাবিল মিয়ার কাছে ৮০ হাজার,কেশবপুর গ্রামের এক যুবকের কাছে ২ লাখসহ আরও বেশ কয়েকজন যুবকের কাছে বিশ লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত বাবলু মন্ডল। তার বিরুদ্ধে আড়াই লাখ টাকার চেক ডিজঅনারের একটি মামলাও চলমান রয়েছে। পাশ্ববর্তী নানকর গ্রামের সোরাব আলী বাদী হয়ে রংপুর জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আমলী আদালত-২ এ ওই মামলা দাযের করেন।