পিরোজপুরের নাজিরপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষকে বাস চাপা দিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ঘাতক বাস চালক মো. রুহুল আমীন শেখকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। আটক বাস চালক রুহুল আমীন জেলার সদর উপজেলার কদমতলা এলাকার শামসুল হকের ছেলে। জানা গেছে, গত ১৩ অক্টোবর বিকালে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের কবিরাজ বাড়ি নামক স্থানে বসে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কাজী মশিউর রহমান রাজিবকে বহন করা অটোরিক্সাকে চাপা দেয় ইমাদ পরিবহনের একটি বাস। এতে শিক্ষক কাজী মশিউর রহমান রাজিবসহ তার স্ত্রী ও পুত্র গুরুতর আহত হয়ে ওই দিন রাতে শিক্ষক মশিউর রহমানের মৃত্যু হয়। নাজিরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: আশ্রাফুজ্জামান জানান, ঘাতক বাসটির চালকের নামে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষকের পিতা শিক্ষক নেতা কাজী মুজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক বাস ড্রাইভারকে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।