বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির, মন্ডোপ ও ভূক্তভোগিদের মাঝে নগদ ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছে আমেনা নূর ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে চৌমুহনী পৌর অডিটরিয়ামে কেন্দ্রীয় আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির তত্ত্বাবধায়ে আনুষ্ঠানিকভাবে এ অনুদান প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্স্যুয়ালী অংশ নেন আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের আহ্বায়ক খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, শহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাংসদ মামুনুর রশিদ কিরন, জিলা পরিষদ চেয়ারম্যান ডা. জাফর উল্যাহ, চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্যাহ, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আহমদ আল জামানসহ অনেকে।
এ সময় ৭টি মন্দিরে ৫০ হাজার, ৭টি মন্ডোপে ২৫ হাজার, ২০জন ভূক্তোভোগি ব্যক্তিকে ১০ হাজার করে এবং নিহত দুই পরিবারকে ১ লাখ করে নগদ অর্থ তুলে দেয়া হয়।