চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ওই ভবনে গ্যাসলাইন লিকেজের পর এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকার একটি ভবনের ফ্ল্যাটে সোমবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন সাজেদা বেগম, শাহজাহান শেখ, দিলরুবা বেগম, জীবন শেখ, স্বাধীন শেখ ও মাহি আক্তার।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্যাসলাইনে লিকেজের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, গতকাল রাতে দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে পাঁচজনের ৮৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তারা সবাই একই পরিবারের সদস্য।