পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালীর আলহাজ¦ তাহের উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আর ওই টাকা ফেরত চাইলে শিক্ষার্থীদের প্রবেশপত্র আটকিয়ে দেওয়াসহ বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এসএসসি পরীক্ষার্থী আতিকুর রহমান জানায়, ফরম পূরণের সময় প্রধান শিক্ষক প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে কোচিং ফি বাবদ অতিরিক্ত এক হাজার ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাবদ দুই শত টাকা করে আদায় করেন। কিন্তু কোন কোচিং ও অনুষ্ঠান না হওয়ায় সম্প্রতি আমরা ওই টাকা ফেরত চাইলে তিনি আমাদের প্রবেশপত্র আটকে দেওয়াসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মুঠোফোনে কোচিং ফি নেওয়ার কথা অস্বীকার করেন জানান, অনুষ্ঠান বাবদ কিছু টাকা উত্তোলন করা হয়েছে।