পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম মনোনয়নপত্র গ্রহন করেছেন। সোমবার তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ওই মনোনয়নপত্র নেন। এ নিয়ে ৪ জন মেয়র প্রার্থী হলেন।উপজেলা জাপা সুত্রে জানা গেছে, পীরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে জাপার লাঙ্গল প্রতীক নিতে এক মেয়র প্রার্থী তদবির করেন। কিন্তু তিনি অন্য রাজনৈতিক মতাদর্শের হওয়ায় তাকে জাপা মনোনয়ন দিতে অস্বীকৃতি জানায়৷ যে কারণে গত ২৮ অক্টোবর দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জাপার মনোনীত মেয়র প্রার্থী হিসেবে জাহিদুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়। গতকাল সোমবার পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমদাদুল হকের কাছ থেকে জাহিদুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে ৪ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করলেন। এর আগে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র তাজিমুল ইসলাম শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী সুলতান মিয়া ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সায়দুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ২ নভেম্বর পীরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন।
মেয়র পদে জাপার মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, পীরগঞ্জ লাঙ্গলের দুর্গ ছিল। এ অঞ্চলের মানুষ প্রয়াত নেতা সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ কে জীবন দিয়ে ভালবাসতো। আমরা সাধারণ মানুষের ভালবাসাকে পুজি করে রাজনীতি করছি। তিনি লাঙ্গল প্রতীক প্রত্যাশী এক মেয়র প্রার্থীর নাম উল্লেখ না করে আরও বলেন, পৌর নির্বাচনে মেয়র পদে আমাদের লাঙ্গল প্রতীক পাওয়ার জন্য এক প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেছিল। আমি প্রার্থী হওয়ায় তার সে পথ রুদ্ধ হলো।
উপজেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুর আলম যাদু বলেন, আমরা ২৮ নভেম্বরে পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছি। আমরা বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ১১ নভেম্বরে পীরগঞ্জে অনুষ্ঠিত ইউপি নির্বাচনেও চেয়ারম্যান পদে জাপার মনোনীত প্রার্থী দিয়েছি।
পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমদাদুল হক বলেন, এ পর্যন্ত ৪ জন মেয়র পদে মনোনয়ন পত্র গ্রহন করেছেন। কালকে (আজ ২ নভেম্বর) মনোনয়ন গ্রহণ ও জমাদানের শেষ দিন।