নিজস্ব প্রতিবেদক মমিনুল ইসলাম রিপন রংপুর, (০১ নভেম্বর) ২০২১॥ রংপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রংপুর টাউন হলে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা । অনুষ্ঠানের আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের আতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রংপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তহমিনা শিরীন। আলোচনা শেষে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।