শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি ‘কালো বক’ এর সন্ধান পাওয়া গেছে। সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গলের সু-বিশাল হাইল-হাওরে এর সন্ধান পাওয়া যায়। গত ২০ বছরে শ্রীমঙ্গলে এ বকের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বন্যপ্রাণী সেবা ফাউ-েশন।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউ-েশনে এর পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার সকাল ১১টার দিকে হাওরে মাছ ধরার জন্য পেতে রাখা বড়শীতে কালো বক’টি আটকা পড়ে। পরে জনৈক রাজা মিয়া সেলফোনে বন্যপ্রাণী সেবা ফাউ-েশনে খবর দিলে ফাউ-েশনের পরিচালক সজল দেব কালো বকটিকে সেবা ফাউ-েশনে নিয়ে আসেন। তিনি জানান, গত ২০ বছরে শ্রীমঙ্গল অঞ্চলে কালো বক দেখা যায়নি।
কালো বকের ইংরেজি নাম ইষধপশ ইরঃঃবৎহ এবং বৈজ্ঞানিক নাম উঁঢ়বঃড়ৎ ঋষধারপড়ষষরং. এ পাখিটি চরখুচি নামেও পরিচিত। এর দৈর্ঘ্য ৫৮ সেমি, ওজন ৩০০-৪২০ গ্রাম। মাথা ও ঘাড় বেয়ে কালো পালক নেমে সারা পিঠে ছড়িয়েছে। ঘাড় ও গলার পাশটা কমলাটে। বুকে ও গলায় খাড়া খাড়া কালচে রঙের টান। ঠোঁট হলদে-ধূসর ও পা কালচে। মাছ, ঘাসফড়িং, ব্যাঙ ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। নিচু গাছে বা ঝোপঝাড়ে শুকনো ডালপালা দিয়ে বাসা করে প্রজনন মৌসুমে চারটি ডিম পাড়ে। ১৮-২২ দিনে বাচ্চা ফুটে। সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের হাওর ও বিলে এর কদাচিৎ দেখা মেলে। সজল দেব জানান, বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে শ্রীমঙ্গলের পাখির অভয়ারণ্য বাইক্কা বিলে এটিকে অবমুক্ত করা হবে।