পিরোজপুরের ভা-ারিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদ বিতরণ, যুব ঋনের চেক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল হোসেন, জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, যুব মহিলা লীগের সভাপতি আসমা আক্তার জুঁথি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদওয়ান সিকদার রিচান, এরিক এর নির্বাহী পরিচালক মাইদুল ইসলাম প্রমূখ। সভা শেষে ৩০ জন প্রশিক্ষিত যুবদের মাঝে সনদ, ১৬ জনেক ৭লক্ষ টাকার যুব ঋণের চেক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।