নিম্নমানের মশার কয়েলে ভরে গেছে সৈয়দপুর বাজার। কেউ কেউ আবার নিজেই কোম্পানি খুলে তৈরি করছে নিম্নমানের নকল মশার কয়েল। পাশাপাশি বাজারে বিক্রি হচ্ছে উচ্চমাত্রার ক্ষতিকারক ক্যামিক্যাল মিশ্রিত দেশি ও চায়না বিএসটিআই এর অনুমোদনহীন কয়েল। কোন কোন কয়েলের এত বেশী পরিমান ধোঁয়া যা চোখে ঝাঝালোর মত ধরে থাকে। ওই ধোঁয়ায় চোখে পানি পর্যন্ত বের হয়ে আসে।সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের ডাক্তার আবদুর রহিম জানান ওই ধোঁয়ায় শিশুসহ সব বয়সী মানুষ নানা রোগে আক্রান্ত হতে পারে।
ক্রেতা বলছেন একশ্রেণির অসাধু ও ভেজাল দর্জ্জাল ব্যবসায়ী এ নিম্নমানের মশার কয়েল উৎপাদন ও বাজারজাতকরনের সাথে জড়িত। বাজার এসব কয়েলে ভরে গেলেও দায়িত্বে থাকা কর্তাদের কোন মাথা বয়াথা নেই। এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক বোরহান উদ্দীন জানান, শিগগিরই অনুমোদনহীন ওইসকল কয়েল কারখানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া যারা এসকল বিক্রী করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনের আওতায় সাজা দেয়া হবে।
জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মশার কয়েলে সর্বোচ্চ শূন্য দশমিক ৩ মাত্রার অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট বা কেমিক্যাল ব্যবহারের নির্দেশনা রয়েছে। অধ্যাদেশ অনুসারে মশার কয়েল উৎপাদন, বাজারজাত ও সংরক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদন বাধ্যতামূলক। এ ছাড়া অনুমোদনের পর পাবলিক হেলথ প্রডাক্ট (পিএইচপি) নম্বর ও বিএসটিআইয়ের অনুমোদন নিয়েই সংশ্লিষ্ট কোম্পানিকে বালাইনাশক পণ্য উৎপাদন ও বাজারজাত করার কথা থাকলেও সৈয়দপুরে তা মানা হচ্ছে না।
জানা যায় সৈয়দপুর উপজেলার হাতিখানা, কয়া মিস্ত্রিপাড়া, গোলাহাট, মিস্ত্রিপাড়া, ইসলামবাগ, মুন্সিপাড়াসহ বিভিন্ন এলাকায় বাসা বাড়ীতে গড়ে উঠেছে এসকল মশার কয়েল তৈরির কারখানা। ওই কারখানায় নামীদামি ব্র্যান্ডের মশার কয়েল হুবহু তৈরি হয়ে থাকে। ভুয়া পিএইচপি নম্বর ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আকর্ষণীয় মোড়কে এসব কয়েল বাজারে ছাড়া হচ্ছে, যা কিনে মানুষ প্রতারিত হচ্ছেন।
পরিবেশ আন্দোলন রংপুরের এক নেতা বলেন বিষাক্ত মশার কয়েলে শুধু মানুষ নয়, অন্য প্রাণীরও ক্ষতি হয়। অন্যদিকে কয়েল উৎপাদন কারখানার শ্রমিকদের স্বাস্থ্য ঝুকিও বেড়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, বিএসটিআইয়ের অনুমতি তালিকার বাইরে বাজারে নিম পাতা, চোখ হাই বুস্টার, কাজল সুপার, ব্ল্যাক ডায়মন্ড,সেভেন ভোস্টার, নিউটেক, দেশ হাই পাওয়ার, গুরুদেব বুস্টার, নাইট কুইন, বৈশাখী, খবর আছে, মোদি, অ্যাক্টিভ পাওয়ার, সুপার ডিসকভারি, প্যাগোডা গোল্ড, তুলসীপাতা, সেফগার্ড, লিজার্ড মেগা, বস সুপার, ম্যাজিক, সোলার, মাছরাঙা মেঘা, বাংলা কিলার, হান্টার, বিচ্ছু, চমক, সুপার যাদু, রকেট ও জাম্বু সহ আরো কিছু ব্র্যান্ডের কয়েল অবাধে বিক্রি হচ্ছে। এসব কয়েলের গায়ে ঢাকা, ভৈরব কিংবা চট্টগ্রাম লেখা থাকলেও পূর্ণাঙ্গ কোনো ঠিকানা নেই। এমনকি এদের পণ্যের মোড়কে বিএসটিআই নম্বর ও পিএইচপি নম্বর সবগুলোই সন্দেহজনক। আবার কোনোটাতে লেখা রয়েছে পিএইচপি নম্বর অনুমোদিত।
শহরের অনেক দোকানদার জানান,কোম্পানির লোক এসে কয়েল দিয়ে যায়। আসল না নকল তা আমরা চিনতে পারি না।সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার বলেন, অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট বা কেমিক্যাল ব্যবহারের ফলে ক্যানসার, শ্বাসনালিতে প্রদাহসহ বিকলাঙ্গের মতো ভয়াবহ রোগ হতে পারে। এমনকি গর্ভের শিশুও এতে ক্ষতির শিকার হতে পারে। খাদ্যে ফরমালিন ও পানিতে আর্সেনিকের প্রভাব যেমন দীর্ঘমেয়াদি, তেমনি এসব কয়েলের বিষাক্ত উপাদান মানুষের শরীরে দীর্ঘমেয়াদি জটিল রোগের বাসা তৈরি করে থাকে।