দক্ষ যুব সমৃদ্ধ দেশ ,বঙ্গবন্ধু বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল ১ নভেম্বর সোমবার সকালে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও যুব ঝণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সদরস্থ কাশেম মাহাবুব উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ,পৌর মেয়র মাহাববুল আলম খোকা, মওলানা সোলাইমান ফারুকী,এড- কামেলা খানম রুপা প্রমুখ। এ ছাড়া ও প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত গ্রাম পুলিশের মাঝে ৬৫টি বাইসাইকেল বিতরণ করা হয়।