কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা তথ্যসেবা কার্যালয় ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহের অধিক ঝুঁকিপূর্ণ শিশুর অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(৩১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ওসি (তদন্ত) পবিত্র কুমার রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড আকলিমা বেগম, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, তাইজুল ইসলাম, রবীন্দ্রনাথ কর্মকার, মো: এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। রাজারহাটে বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন
এফএনএস (প্রহলাদ ম-ল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন (বীর নিবাস) প্রকল্পের আওতায় রোববার(৩১ অক্টোবর) রোববার বিকেলে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আমীর উদ্দিনের আবাসন (বীর নিবাস) নির্মাণ কাজের উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও নূরে তাসনিম, এসিল্যান্ড আকলিমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, তাইজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার মো: সোলায়মান আলী, উপজেলা প্রকৌশলী আবু তাহের মো: শফিউল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সজিবুল করিম প্রমূখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সজিবুল করিম জানান, অত্র উপজেলার ৭টি ইউনিয়নে ১ম দফায় ১০ জন বীর মুক্তিযোদ্ধাদের আবাসন (বীর নিবাস) নির্মাণের জন্য সরকারিভাবে ১ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৮০৮ টাকা বরাদ্দ আসে।