হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, মহান জাতীয় সংসদের প্যানেল স্পিকার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাঁতি ধর্ম বর্ন নির্বিশেষে দেশের সকল মানুষ অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিল, সেই চেতনায় উদ্ধুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এই ধর্মে সাম্প্রদায়িকতার কোন স্হান নেই। যারা অরাজগকতা সৃষ্টির জন্য ধর্মকে ব্যবহার করে তাদের কোন অবস্থায় ধার্মিক বলা যাবেনা। এই দেশে সম্প্রীতির ঐতিহ্য বিশ্বের মধ্যে অন্যন্য দৃষ্টান্ত। বিশ্ববাসীর কাছে সেই ঐতিহ্য বজায় রাখতে হবে। তিনি শনিবার হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা পরবর্তীতে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা কথা বলেন। তিনি দেশের সব ধর্মের মানুষদের সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে বলে উল্লেখ করেন।
উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
প্রধান শিক্ষক শিমুল মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষের সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ,উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ ইউনুস গনি চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ আলী,হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম, বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, ইসকনের চট্টগ্রাম বিভাগের সাঃ সম্পাদক ও মেখল পুন্ডরিক নামের অধ্যক্ষ চিন্ময় কৃঞ্চ দাশ ব্রহ্মচারী, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আহম্মদ। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) আবু রায়হান,উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মন্জুরুল আলম চৌধুরী মন্জু, উত্তরজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাসন্তী প্রভা পালিত সাংবাদিক, সুশীল সমাজ,ছাত্র সংগঠন, বিশিষ্ট ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্ত পাঠ করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদে সহঃ ইমাম মাওলানা আহাসান হারবিন, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি গোবিন্দ প্রসাদ, মহাজন, সুপাল বংশ মহাথের। হাটহাজারীতে সম্প্রীতি সমাবেশ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা এবং সমাবেশ বিভিন্ন সংগঠন, শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।