বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, এই নোয়াখালী আবদুল মালেক উকিলের নোয়াখালী। এই নোয়াখালী ওবায়দুল কাদেরের নোয়াখালী। এখানে জাসদ থেকে আগত কাউকে কোন কমিটিতে যেন স্থান দেওয়া না হয়। এ কথাটি জেলা কমিটিকে অনুরোধ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
অপরদিকে শিহাব উদ্দিন শাহীন বলেন, আগামী ১শ বছরেও ওবায়দুল কাদেরের মত নোয়াখালীতে জন্ম হবে না।
নোয়াখালী আওয়ামী রাজনীতির সংকট নিরসনে জেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির আগমনে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির নবনির্বাচিত আহ্বায়ক খায়রুল আলম সেলিম এর সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আবুল খায়ের এর সঞ্চালনায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। নতুন এ আহ্বায়ক কমিটির আগমনের খবর পেয়ে সকাল ৯টা থেকে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকে। দুপুর ১.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এ কর্মীসভায় নেতৃবৃন্দ কি আশ্বাস ও সমাধানের বার্তা নিয়ে এসেছেন তা জানতে কর্মীসভাটি জনসভায় রূপ লাভ করে।
এ সময় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নোয়াখালী আওয়ামী লীগ এর রাজনীতিতে এমপি একরামুল করিম চৌধুরী দ্বারা আওয়ামী রাজনীতিতে বিধি বহির্ভূত আদিপত্যের কথা তুলে ধরেন। জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন বলেন, একরামুল করিম চৌধুরী নোয়াখালী রাজনীতিকে শেষ করে দিয়েছেন। নোয়াখালীর মানুষ চাকুরী বাণিজ্য, টেন্ডার বাণিজ্য কি তা জানতো না। একরামুল করিম চৌধুরী তা চালু করে আওয়ামী রাজনীতির দুর্নাম প্রতিষ্ঠা করেছেন। এতদিনেও এ জেলার উপজেলাগুলোতে কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি। গঠন করতে পারেনি উপজেলা ভিত্তিক দলের কমিটি।
আহ্বায়ক কমিটির অপর যুগ্ম আহ্বায়ক শহীদ উল্যাহ খান সোহেল বলেন, আমরা তৃণমূল থেকে উঠে আসা কর্মী। আমরা উড়ে আসিনি। আমরা হারতে শিখিনি। আমাদের উপর অর্পিত দায়িত্ব তথা নোয়াখালী রাজনীতির যে সংকট তৈরী হয়েছে তাতে আমাদের অভিভাবক ও জননেতা ওবায়দুল কাদের এর পরামর্শ মতে সকলকে নিয়ে এ সংকট আমরা নিরসন করবো। ইনশাআল্লাহ আমরা অচিরেই এ কনস্টিটিউন্সিতে সকল আসনে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে নিরংকুশ বিজয় ছিনিয়ে আনবো।
এ সময় আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, আয়েশা ফেরদৌস আলী এমপি। উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সেক্রেটারী মোহাম্মদ ইউনুছ ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।