জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ ২৬ উপলক্ষে ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্যতা’র দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মানববন্ধন হয়েছে। রোববার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
সচেতন নাগরীব সনাক রংপুর জেলার সভাপতি বীর মুক্তিযুদ্ধা সদরুল আলম দুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুর এর সহ সভাপতি অ্যাডভোকেট একে এম মুনীর চৌধুরী, সাইদুর জামান বাপ্পী ও তমাল বিশ্বাস কুমার প্রমুখ।
এসময় বক্তারা দাবি তুলে ধরে বলেন, জলবায়ু বিষয়ক নীতি নির্ধারণে জীবশ্ন জ¦ালানী কোম্পানীদের অনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ২০৫০ সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্র অর্জনে আইএনডিসিসহ প্রমশন বিষয়ক সকল কার্যক্রমে উন্নত দেশগুলোর ও জবাবধিহিতা নিশ্চিত করতে হবে। ২০৫০ সালের মধ্যে নবায়নয়োগ উৎস থেকে শতভাগ জ¦ালানি উৎপাদনে উনত দেশশুলোকে পর্যাপ্ত জলবায়ু তহবিল, প্রযুক্তি হস্তান্তর ও কারিগরি সহায়তা প্রদানে সিভিএফ এর পক্ষ থেকে সমন্বিতভাবে দাবি উখাাপনা করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিত নিশ্চিত করে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছরে ১০০ বিলিয়ন ডলারা জলবায়ু তহবিলে প্রদান করতে হবে।
প্রদান কতে হবে। জিসিএফসহ জলাবায়ু তহবিলে ঋণ নয়, অতিযোজনকে অগ্রাধিকার নিয়ে ক্ষতিপূরণের টাকা অনুদান হিসাবে প্রদান কতে হবে।
এসময় আরও দাবি তুলে ধরেন, দুর্যোগের ক্ষয়-ক্ষতি মোকাবিলায় একটি ক্ষয়-ক্ষতি (ষড়ংং ধহফ ফধসধমব) বিষয়ক আলাদা তহবিল গন করতে হবে। ক্ষয়-ক্ষতি নির্ধারণ এবং এ-সংক্রান্ত প্রতিবেদন স্বস্বতার সাথে প্রস্তÍুতে একটি গাইলাইন তৈরি করতে হবে এবং ঝুকি বিনিময়ে বীমার পরিবর্তে অনুদানভিত্তিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। জিসিএফ এর স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিত করে যথাসময়ে ও দ্রুততার সাথে প্রকল্প অনুমোদন ও আর্থ করতে হবে এবং ক্ষতিগ্রস্থ দেশে অভিযোজন এবং প্রশমন বিষয়ক ৫০ঃ৫০ অনুপাত মেনে অর্থাযন করতে হবে।
এসময় বক্তরা বলেন উন্নত দেশসমূহের মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে সবচেয়ে ঝুকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। বিশেষ করে দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।