নির্বাচনী প্রচারকালে প্রতিপক্ষের হামলায় বাড়ি-ঘর ও মালামাল ভাংচুর সহ ৩ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) জেলার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. আলতাফ হোসেন (ঘোড়া প্রতীক) সমর্থকদের উপর ওই হামলা চালানো হয়। হামলায় ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আলী আক্কাস গাজী (৫২), চুঙ্গাপাশা গ্রামের টুটুল শেখ (৪২) ও রাসেল মাঝি (২৭) গুরুতর আহত হয়েছেন। হামলায় আহত ইউপি মেম্বার আলী আক্কাস গাজী জানান, প্রার্থী সহ আমরা ৫-৬ জন কর্মী ওই দিন সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের কাথুলিয়া নারিকেল বাড়ি গ্রামে প্রচারনায় যাই। এ সময় ওই গ্রামের গনেশ হালদারের বাড়িতে গেলে ওই ইউনিয়নের আ.লীগের সভাপতি ও নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী (আনারশ প্রতীক) নোমান মৃধার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হকিষ্টিক, দা সহ ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ সময় আমরা আত্মরক্ষার্থে গনেশ শিকদারের ঘরে আশ্রয় নিলে হামলাকারীরা তার ঘরের দরজা-জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাদের উপর হামলা চালায়। ওই বাড়ির মালিক প্রতক্ষদর্শী গনেশ হালদার জানান, নির্বাচনী প্রচার কালে এক গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দিলে তারা আমার ঘরে ডুকে ঘরের দরজা আটকে নিরাপদে আশ্রয় নেন। এ সময় অন্য গ্রুপ ঘরের দরজা জানালা ভেঙ্গে তাদের মারধর করাসহ ঘরের সকল আসবাব পত্র, টিভি, ফ্রিজ সহ সকল মালামাল ভাংচুর করে। এতে আমার ঘরে এখন কিছুই নাই। এ ব্যাপারে জানতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. নোমান মৃধার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, তিনি বা তার কোন লোক ওই হামলা সাথে জড়িত নন। মুলত ওই হামলা করেছে নৌকা প্রতীকের লোকজন। নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বীতা আমার (নোমান মৃধা) সাথে হওয়ায় আমার বিরুদ্ধে এমন অভিযোগ করে হয়রানীর চেষ্টা চলছে। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, আ.লীগের বিদ্রোহী প্রার্থী নোমান মৃধা ও স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়েছে। এতে রাব্বি হোসেন নামের একজনকে আটক করা হয়েছে।