শ্রীমঙ্গলে সমন্বিত ব্যবস্হাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় আমন মৌসুমে কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার ( মাড়াইকল) মেশিন বিতরন করা হয়েছে।আজ সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংসদের অনুমিত হিসাব সসম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এসব যন্ত্র বিতরন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সিপন মিয়া, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা প্রমুখ।
উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠানে উপজেলার পারের টং এলাকার ১৫ জনের এসএমই কৃষক দলকে একটি এবং সাইটুলা এলাকার ২০ জনের সিআইজি কৃষক দলকে একটি পাওয়ার থ্রেচার মেশিন দেয়া হয়। এতে কৃষকরা প্রতি মেশিনে ৩০ হাজার টাকা দিয়েছে এবং সরকার প্রতি মেশিনে ৭২ হাজার টাকা ভুর্তকি দিয়েছে। প্রতিটি মেশিনের মুল্য পড়েছে ১ লাখ ২ হাজার টাকা।