দেশের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে বিশেষ অবদান রাখার মাধ্যমে পল্লী উন্নয়নে শ্রেষ্ঠতর ভূমিকা পালনের জন্য ইন্দুরকানীর মোঃ মিরাজ হোসেন জাতীয় পল্লী উন্নয়ন পদক প্রাপ্তদের মধ্যে মনোনীত হয়েছে। রোববার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এর হাত থেকে সম্মাননা পদক গ্রহন করেন। তিনি ২০১৮ সালের দেশজ উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখার মাধ্যমে পল্লী উন্নয়নে শ্রেষ্ঠতর ভূমিকা পালনের জন্য কর্মকর্তা/কর্মচারী কর্তৃক ব্যতিক্রমধর্মী উল্লেখযোগ্য ও অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করায় (শ্রেণি-৯) তে এই জাতীয় পুরুস্কার লাভ করেন। জাতীয় পল্লী উন্নয়ন পদক প্রাপ্ত রবিউল ইসলাম মিরাজ ইন্দুরকানীর ইউসিসিএ লিঃ এর পরিদর্শক পদে কর্মরত আছেন।