বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল।
রোববার দুপুরে সেনবাগ উপজেলারর কানকিরহাট বাজারে উপজেলা কৃষক দলে সদস্য সচিব নুরনবী মজুমদারের নেতৃত্বে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা কৃষক দলে সদস্য সচিব নুরনবী মজুমদার, বিএনপির নেতা সফিক চৌধুরী, বিএনপির নেতা আবদুস সাত্তার, বিএনপির নেতা মানিক ভুঁইয়া, কৃষক দল নেতা জামালউদ্দিন প্রমুখ।