কুড়িগ্রামের নাগেশ^রীতে নদীভাঙন ও বন্যার্তের পাশে আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ। দরিদ্র এলাকার ৫শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে তারা। শনিবার দুপুরে নাগেশ^রী মহিলা কলেজ মাঠে উপজেলার বামনডাঙ্গা, বেরুবাড়ী, কারিগঞ্জ ও নুনখাওয়া ইউনিয়নের এসব অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, আলু দুই কেজি, পেঁয়াজ এক কেজি, সয়াবিন দুই লিটার, লবন এক কেজি, চিনি এক কেজি, ডাল এক কেজি ও আটা এক কেজি প্রতিটি পরিবারকে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ^রী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম, মহিলা কলেজের অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, দৈনিক সমকাল’র সহকারি সম্পাদক ও সুহৃদ প্রধান সিরাজুল ইসলাম আবেদ, আল খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, নাগেশ^রী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক ও সমকাল প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমু, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুল মোতালেব, এশিয়ান টেলিভিমন ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, আমাদের প্রতিদিন প্রতিনিধি শেখ মো. নূর ইসলাম প্রমূখ।
এ সময় খাদ্য সহায়তা পেয়ে আপ্লুত হয়ে হয়ে পড়েন নদী ভাঙন ও বন্যা কবলিতদের অনেকে।