দেবীগঞ্জ উপজেলার কালিস্থান কাউয়াখালী ঘাটে তিস্তা নদীর উপর ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করা হয়।
রেলপথমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এমপি শনিবার দুপুরে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। সরকার পরিকল্পিত ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তা, বিদ্যুত, অবকাঠামো নির্মাণ, কৃষিতে ভূর্তকি, গরীবদের মাঝে ঘর প্রদান, ফ্লাইওভার নির্মাণ, রাজধানীতে মেট্রো রেল চালু করনের কাজ করছে। সরকারের লক্ষ্য হলো ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা। মন্ত্রী সকল ভেদাভেদ ভূলে শেখ হাসিনার পাশে থাকার জন্য সবাইকে আহবান জানান। প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ২৭০ গজ লম্বা ব্রীজ নির্মাণ কাজ বাস্তবায়ন করবেন স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান সভায় সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী আবদুর রহিম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপিত ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্ধীন চৌধুরী ও হাসনাত জামান চৌধুরী জর্জ।