পঞ্চগড়ের বোদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল হোসেন (২৮) নামে এক ডিস ক্যাবল শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দনবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত উজ্জ্বল হোসেনের বাড়ি দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ মাটিয়ার পাড়া এলাকায়। সে ঐ এলাকার হোসেন আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় চন্দনবাড়ী বাজার এলাকায় পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ লাইনের খুঁটিতে উঠে ডিস লাইন সংযোগের সময় অসাবধানবশত বিদ্যুতের তারে হাত পড়লে বিদ্যুতায়ি়ত হয়ে উজ্জ্বল খুঁটি থেকে নিচে পড়ে যায় সাথে সাথে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বোদা থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ডিস ক্যাবল শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, লাশ সুরতহাল শেষ নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বোদা থানায় একটি ইউডি মামলা হয়েছে।