লক্ষ্মীপুরের রামগতিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার সকালে থানা চত্বরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো, কেক কাটা এবং আলোচনার সভা অনুষ্ঠিত হয়। রামগতি থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং সেল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শান্তুনু চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং সেল এর সভাপতি ও চর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামগতি পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম মেজবাহ উদ্দিন, চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সদস্য চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদল ইসলাম দিদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কমিউনিটি পুলিশিং সেল এর সাধারণ সম্পাদক আবদুল ওয়ারেছ মোল্লা, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল, আলেকজান্ডার কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়ব আলী, রামগতি প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোপেনা আক্তার, রামঠাকুরাঙ্গন মন্দিরের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি পাল, উপজেলা কৃষকলীগের সভাপতি আকবর হোসেন, পৌর যুবলীগের যুগ্মআহবায়ক কাউসার আহমদ রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখি প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক শোয়াইব হোসেন খন্দকার।
কমিউনিটি পুলিশিং ডে এর প্রতিপাদ্য 'মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" বিষয়ের উপর আলোচনায় বক্তরা বলেন, থানা পুলিশের পক্ষে সবকিছুর ওপর নজরদারি রাখা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠেনা। পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর সদস্য নিজ নিজ এলাকায় সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারে। নিজেদের এলাকা অপরাধমুক্ত রাখতে আমরা আইন-শৃংখলা বাহিনীর সহায়তা নিতে পারি। প্রতিটি গ্রামে অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। কমিউনিটি পুলিশের সহযোগিতায় দক্ষতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে পুলিশ। এজন্য দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসেছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে সেটিও অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায়। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতিবজায় রাখা এবং মাদক, জঙ্গিবাদ ও উগ্রবাদিতার বিরুদ্ধে সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আসাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ ও পুলিশের একাত্মতায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সাহায্য করবে।