পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নে চলতি মওসুমে টি আর প্রকল্পে তোঘলকী ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারমানরা বরাদ্দকৃত অর্থের শতকরা দশ ভাগেরও কাজ করেননি। কোন প্রকল্পে এক টাকারও কাজ হয়ািন। অথচ কোন কাজ না করেও দ্বিতীয় কিস্তির বরাদ্দকৃত টাকা উত্তোলন করে নিয়েছেন তারা। এ ধরনের অভিযোগ পাবার পর গত শুক্রবার সরেজমিন অনুসন্ধান চালানো হয় ওই ইউনিয়নে। আর এতে বেরিয়ে আসে দুর্নীতি অনিয়মের ভয়াবহ চিত্র। উপজেলা পৃকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে সরবরাহকৃত তথ্যানুযায়ী ২০২০-২০২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো(টিআর তৃতীয় পর্যায়ে) সাধারন কর্মসুচির আওতায় একবারপুর পুর্ব পাড়া রাহমানিয়া এতিমখানা মসজিদে সাউন্ড সিস্টেম প্রদান নাম দিয়ে সাধারন টিআর প্রকল্পে ৫২ হাজার ৫’শ ৯ টাকা বরাদ্দ নিয়ে প্রকল্প চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য হাসান আলী আকন্দ মাত্র দশ হাজার টাকা প্রদান করেছেন মসজিদ কমিটির সম্পাদক আল আমীনের হাতে। অবশিষ্ট ৪২ হাজার ৫’শ ৯ টাকা সমুলে পকেটস্থ করেছেন। একবারপুর মধ্যপাড়া দারুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংস্কার ও উন্নয়নের জন্য ৫২ হাজার ৫’শ ৯ টাকা বরাদ্দ দেয়া হলেও সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারম্যান ও ইউপি সদস্য দেলদার আলী সম্পুর্ন টাকা উত্তোলন করলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এখন পর্যন্ত মাত্র তিন হাজার টাকা প্রদান করেছেন। ওই মাদ্রাসার মোহতামিম মশিউর রহমান ৩ হাজার টাকা প্রাপ্তির কথা স্বীকার করেছেন। বাকি টাকা প্রকল্প চেয়ারম্যানের পকেটে। কাশিমপুর চকপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ এর জন্য ৫২ হাজার ৫’শ ৯ টাকা বরাদ্দ দেয়া হলে প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য সোহাগ আকন্দ মসজিদে মাত্র ৭ হাজার টাকা ব্যয় করে অবশিষ্ট টাকা সমুদয় পকেটস্থ করেছেন। গবরা কুতুবপুর পশ্চিমপাড়া জামে মসজিদ সংস্কার ও উন্নয়নের জন্য ৫২ হাজার ৫’শ ৯ টাকা বরাদ্দ করা হলে সংশ্লিষ্ট ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মোঃ আজি মিয়া পৃথক ২ কিস্তিতে সস্পুর্ন টাকা উত্তোলন করলেও মসজিদে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা ব্যয় করেছেন। সদরা কুতুবপুর মোস্তফা মার্কেট থেকে সাখা খন্দকারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এর জন্য ৫২ হাজার ৫’শ ৯ টাকা বরাদ্দ করা হলে ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান মোঃ সিদ্দিকুল ইসলাম কুতুবপুর গ্রামের মাহফুজার রহমান নামের জনৈক শ্রমিককে মাত্র ৩ হাজার টাকা চুৃক্তি দিয়ে নামমাত্র কাজ সম্পন্ন করে নেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এস এম ফারুক আহমেদ বলেন- প্রকল্পের কাজ বুঝে নেয়ার দায়িত্ব আমার নয়। কাজ তদারকীর করবেন পিআইও। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে পীরগঞ্জ উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা পিআইও মিজানুর রহমান বলেন- আমি দেখতেছি বিষয়টা।