শুক্রবার বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বিপ্লব মাহমুদ উজ্জ্বল ৯০ ভোট পেয়ে সমগ্র বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পটুয়াখালী সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর মোঃ মিজানুর রহমান মনির সর্বোচ্চ ১৩০ ভোট পেয়ে সমগ্র বাংলাদেশের সহ-সভাপতি ও বিরামপুর উপজেলা কেšদ্রীয় সমবায় সমিতি লিঃ এর মোঃ রুহুল আমিন ১৪ ভোট পেয়ে সমগ্র বাংলাদেশের পরিচালক নির্বাচিত হয়েছেন।
পটুয়াখালীর কৃতী সন্তান ও দানবীর সমাজসেবক মোঃ মিজানুর রহমান মনির সর্বোচ্চ ১৩০ ভোট পেয়ে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় পটুয়াখালীর বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।