তালায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক ভাবে পার্টিকে শক্তিশালী করার সিধান্ত গৃহিত হয়।
শুক্রবার বিকালে খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে শালিখা বাজারে সাংগঠনিক সভায় জাপা নেতা আবদুর রাজ্জাক শেখের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক(উত্তর) ডা. আবুল বাশার, উপজেলা যুবসংহতির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তকিম উদ্দীন,উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, উপজেলা মৎস্যজীবী পার্টির সভাপতি আবু হায়াত নিকারী ও ইউনিয়ন জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে বিজয়ী করা লক্ষ্যে সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হবে। এ ছাড়া জাতীয় পার্টি উপজেলা পরিষদ নির্বাচনের অংশগ্রহণ করবে। এজন্য সাংগঠনিক ভাবে শক্তিশালী হতে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।