পঞ্চগড়ের বোদা উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামীমীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠান শুক্রবার বোদা বাইপাস মোড়ের সাবাব কমিউনিটি সেন্টারের অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১০টি ইউনিয়নে নৌকা মার্কার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান প্রার্থীরা দলীয় ফরম সংগ্রহ করে তা পুরণ করে জমা প্রদান করে সাক্ষাৎকার প্রদান করেন। সাক্ষাৎকার অনুষ্ঠানে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার শাহাদাত স¤্রাট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। এ সময় ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা সহ দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।