চট্টগ্রামের হাটহাজারীতে শুক্রবার দুপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় তিন ব্যাক্তি আহত হয়েছে। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনীর চিতাখোলা এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে। আহতদের দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ( চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল দুপুরে ফরহাদাবাদ পরান তালুকদার বাড়ির তিন বন্ধু যথাক্রমে মরহুম বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের পুত্র ফহাদ বিন আলম (৩০), লোকমান হাকিমের পুত্র রিফাত হাকিম রায়হান (৩২) ও মরহুম ফরিদ আহম্মদের পুত্র মোঃ আনাস (২৮) একই বাড়ির তিন সমবয়সী মোটর সাইকেল যোগে নাজিরহাট বাজারে যাচ্ছিল পথিমধ্যে ওই স্হানে পৌঁছলে তারা দূর্ঘটনায় পতিত হয়। এতে তিন জনই আহত হয়। আহতদের মধ্যে প্রথমোক্ত দুই জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়। শেষোক্ত জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বড়িতে রাখা হয়েছে। ওই এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ১নং ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী আকবর ও ফটিকছড়িস্হ নাজিরহাট সংবাদপত্র এজেন্ট আবুল কাসেম।