ফতেয়াবাদ সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস এর বিদায় সংবর্ধনা সভা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নঈম উদ্দীন তির্কীস এর সভাপতিত্বে গত বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবধিত অধ্যক্ষ মোঃ ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে এ বক্তব্য রাখেন যথাক্রমে দৈনিক সমকালের সাবেক ব্যুরো চিপ,কলেজ গভনিং বডির সদস্য সাংবাদিক কাজী মোঃ আবুল মনছুর কলেজ গভনিং বডির জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সৈয়দ মন্জুরুল আলম ,জিয়া আমান হাযাত,শিক্ষকদের পক্ষে হতে বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল্লাহ, কলি দাশ, গাজী মোহাম্মদ আজিজুল রহমান, সাইফুল ইসলাম,শিলাব্রত দাশ,ছাত্রদের পক্ষে হতে বক্তব্য রাখেন নুসরাত শারমিন চৌধুরী। শুরুতে সংবধিত অতিথি কে কলেজ পরিচালনা পরিষদ এবং শিক্ষকদের পক্ষে হতে সম্মানা প্রদান করা হয় ।
অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস তার শ্রম, মেধা এবং কর্মদক্ষতার মাধ্যমে ফতেয়াবাদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজকে একটি সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার এই শিক্ষকতা জীবনের সফল পরিসমাপ্তির জন্য বক্তারা তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান। ব্যক্তিগত জীবনেও অধ্যক্ষের ৩ জন কন্যা সরকারি মেডিকেলে অধ্যয়নরত আছেন। তিনি ব্যক্তিগত জীবনেও একজন সফল ব্যক্তি। সবাই বক্তারা তার দীর্ঘায়ু কামনা করেন এবং ফতেয়া বাদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজকে সুষ্ঠু ভাবে পরিচালনার ক্ষেত্রে তার অবদান স্বীকার করেন।