পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩টি দোকান ভষ্মীভূত এবং একটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্থরা হলেন মো. শাহীন হাওলাদারের লেপতোষকের দোকান, মো. শাহআলম, মো. সজল গার্মেন্টেসের দোকান ও মো. সাজ্জাদ হোসেনের গার্মেন্টেসের দোকানের আংশিক ক্ষতি হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানাপুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে ভাণ্ডারিয়া বাজারের প্রাণকেন্দ্রের আবদুল রব মাওলানা সড়কের শাহীনের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহম্মেদ জানান, বৈদ্যতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়। তিনি আরো জানান, এখন পর্যন্ত ক্ষয় ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি। তবে স্থানীয়দের ভাষ্যমতে এ অগ্নিকাণ্ডে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারনা করা হয়।