নীলফামারী ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ সংযোগ নেই এক সপ্তাহেরও বেশি সময় ধরে। বিল বকেয়া থাকায় গত ২০ অক্টোবর ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি। এতদিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন জরুরি ও গুরুত্বপূর্ণ সেবা নিতে আসা সাধারণ মানুষ।
বর্তমান সরকার ইউনিয়ন পরিষদকে ডিজিটাল করতে অনেক ইতিবাচক উদ্যোগ নিয়েছে। এ জন্য চালু করা হয় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র। আর ইউনিয়ন পরিষদের বেশিরভাগ কাজ এখন তথ্যসেবা কেন্দ্র থেকেই করা হয়। কিন্তু পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় তথ্যসেবা কেন্দ্রের ফটোকপি, কম্পিউটার ও ক্যামেরাসহ সব বিদ্যুৎ চালিত যন্ত্র অচল হয়ে পড়ে রয়েছে। এতে থমকে আছে ইউনিয়নের সকল কাজকর্ম ও জনসেবামূলক কার্যক্রম।
এদিকে জানা গেছে, ইউনিয়ন পরিষদ সচিব মো. রমজান আলী নিয়মিত উপস্থিত থাকেন না। সেবা নিতে আসা অনেকেই অভিযোগ করে বলেন, পরিষদ সচিবের বাড়ি নীলফামারী হওয়ায় উনি নিয়মিত অফিস করেন না, এতে সেবা নিতে আসা অনেক মানুষকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
অন্যদিকে, পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা তাজকিনা নামের একজন থাকলেও পরিষদের ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রটি চালান তার ভাই আবু ছোয়াদ। তিনি জানান, বিদ্যুৎ না থাকায় তাদের কাজের খুব সমস্যা হচ্ছে। প্রতিদিনই কেউ না কেউ সেবা নিতে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। অফিসের কম্পিউটার, ফটোকপি মেশিনগুলো বিদ্যুতের অভাবে অচল হয়ে পড়ে আছে।
ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা বিলকিস আক্তার বলেন, বলেন, গত কয়েকদিন ধরে ঘুরেও একটি কম্পিউটারাইজড ‘জন্ম নিবন্ধন’ নিতে পারিনি। এভাবে প্রতিদিন অনেক লোক সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিসের আওতাধীন ঠাকুরগঞ্জ অভিযোগ কেন্দ্রের আওতায় অফিস ইনচার্জ মো. মামুনুর রশিদ জানান, পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের কাছে ৮৩ হাজার ২৭ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যে কারণে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। ইউএনও ও ডিসি স্যারকে জিজ্ঞাসা করেন কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান (অঃ দাঃ)’র সরকারি নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।