পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জের ধরে এক সুপারি ব্যবসায়ীকে হাত-পায়ের রগ কেটে এবং এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেন হাওলাদারের ছেলে মোঃ জাকির হোসেন হাওলাদার (৫০) ওইদিন রাতে ইন্দুরকানী উপজেলার পত্তাশী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে রামচন্দ্রপুর-চন্ডিপুর সীমান্তবর্তী এলাকায় চন্ডিপুর এলাকার রাসেল মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসীরা তাকে হাত, পায়ের রগ কেটে এবং এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।
নিহতের ছেলে মোঃ ইমরান হাওলাদার জানান, বৃহস্পতিবার পত্তাশী বাজারে সুপারি রেখে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ১৪টি মামলার আসামি সিংজোড় গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে রাসেল মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসীরা আমার বাবার হাত-পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রামচন্দ্রপুর এলাকায় ফেলে রেখে যায়। রাসেল মোল্লা এর আগে আমাদের বাড়ী থেকে বাড়ীর কাজের ইট ও ১৮ বস্তা সিমেন্টে দিন দুপুরে নিয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ূন কবির জানান, পূর্ব শত্রুতার জের ধরে চন্ডিপুর এলাকার এক সুপারী ব্যবসায়ীকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।