চট্টগ্রামের হাটহাজারীর একটি ভাড়া বাসা থেকে ২২টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।
বৃহস্পতিবার (২৮অক্টোবর) ভোরে পৌরসদরস্হ ১১মাইল এলাকার কবির চেয়ারম্যান ঘাটার নুর ভবন নামক একটি ভাড়া বাসার নিচ তলা থেকে এসআরটিবিডি সহযোগিতার এ সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃফজলুল কাদের চৌধুরী জানান, পৌরসদরস্হ ১১মাইল এলাকার কবির চেয়ারম্যান ঘাটার নুর ভবনের ভাড়া বাসার নিচ তলায় বাথরুমে সাপের বাচ্চা গুলো বাসায় বসবাসকারীরা দেখতে পায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে
এসআরটিবিডি সহযোগিতার২২টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করি।পরে আমাদের আওতাধীন গহীন জঙ্গলে সাপগুলোকে অবমুক্ত করা হয়।