চট্টগ্রামের হাটহাজারী - নাজিরহাট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছে। গতকাল মহাসড়কের সিকি কিলোমিটারের ও কম দূরত্বে এই দুইটি দূর্ঘটনা ঘটেছে। মহাসড়কের বুড়িপুকুরপাড় এবং চারিয়া মুছার দোকান এলাকায় সিএনজি টেক্সি উল্টে এবং দ্রুত গতিতে এক সিএনজি টেক্সি অন্য সিএনজিকে পাশ কাটার সময় দূর্ঘটনা ঘটেছে। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করেন।
স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কথিত মহাসড়কের বুড়িপুকুর পাড় নামক স্হানে সকাল পৌনে দশটায় একটি সিএনজি চালিত অটো রিক্সা হাটহাজারীর দিকে যাওয়ার সময় অপর একটি সিএনজি টেক্সি দ্রুত পাশ কাটতে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে চারিয়া গ্রামের দুলা মিয়ার পুত্র অছি মিয়া (৫২) এবং একই গ্রামের মোঃ ইউসুফের পুত্র আনোয়ার হোসেন (৩৫) আহত হয়। অপরদিকে সকাল সোয়া দশটার দিকে চারিয়া মুছার দোকান এলাকায় প্রথম দূর্ঘটনাস্হল থেকে সিকি কিলোমিটারের ও কম দূরত্বে নাজিরহাট থেকে হাটহাজারী গামী দ্রুত গতিতে আসা সিএনজি টেক্সি উল্টে গিয়ে ফটিকছড়ির নূরুল ইসলামের পুত্র আতিকুর রহমান (৪৫) নামে এক ব্যাক্তিসহ পৃথক দূর্ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছে। আহতদের উপস্থিত লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করেন। দূর্ঘটনার পর পর সিএনজি টেক্সি পালিয়ে যায়। এই মহাসড়ক সড়কটি সম্প্রসারন হলে ও মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে ডিভাইডার না থাকায় প্রতিযোগীতা মুলকভাবে গাড়ি চালাতে গিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেছে বলে পর্যবেক্ষক মহল মত প্রকাশ করেন।