চট্টগ্রামের চন্দনাইশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে উন্নত ফলনের বীজ ও রাসায়নিক সার বিতরণ উপলক্ষে গত বুধবার বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী ,কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার,উপজেলা কৃষক লীগ সভাপতি মাষ্টার হুমায়ন কবির প্রমুখ। পরে প্রধান অতিথি ২১-২২ অর্থবছরের আওতায় রবি মৌসুমে উপজেলায় ২৬৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার ,ভূট্টো ,সরিষা,চিনাবাদাম ,সূর্ষ্য মুখী ,শীতকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিও লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচির উদ্বোধন করনে।